Your Cart

Your cart is empty

Go find your favorite products and add them to the cart.

Continue Shopping

Sub Total

Tk


Proceed to Checkout

Double Cleansing Procedure

Double Cleansing Procedure

বেসিক স্কিন কেয়ারে ডাবল ক্লিনজিং নিয়ে স্টিল অনেকে কনফিউশনে থাকেন,প্রশ্ন থাকে অনেকের। বাসায় থাকি বাইরে যায়না,সানএক্সপোজরে আসিনা,অতিরিক্ত ঘাম হয় না,এসিতে থাকি সবসময় এমন নানান প্রশ্নে জর্জরিত আমরা।
ঘুরেফিরে প্রশ্ন হলো আমাকে কি ডাবল ক্লিনজিং করতেই হবে❓

🙏সহজ ও সোজা উত্তর———জি করতে হবে।

📌Double cleansing ফেস পরিষ্কার করার একটি পদ্ধতি  যার মাধ্যমে ক্লিয়ার স্কিন পেতে একটি ধাপ এগিয়ে যাওয়া যায়।দুইটি স্টেপে এটার,প্রথম স্টেপ এ আছে একটি অয়েল/ওয়াটার/বাম এবং পরের স্টেপে স্কিনটাইপ অনুযায়ী ফেসওয়াশ ইউজ করতে হবে।

এভাবে ক্লিনজিং করার ফলে সেবাম বা পোরস থেকে নিঃসৃত তেল, সারাদিনই এ্যাপ্লাই করা সানপ্রটেকশন,মেকাপ ধুলাবালি,ময়লা শোষণ করে নেয় স্কিন থেকে।আর পরের স্টেপটি দিয়ে ডিপলি পরিষ্কার করা হয়।

#ডাবল_ক্লিনজিং_করার_কারন?

আমরা মোটামুটি সবাই শুধু ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে অভ্যস্ত। কিন্তু খেয়াল কি করে দেখেছেন এখনকার দিনে সবার স্কিন প্রবলেমটা একটু বেশি,তার কারণ আমাদের আশেপাশের পরিবেশ,পোলিউশন-ধুলোবালির পরিমাণ,সাথে আছে আমাদের লাইফস্টাইল এর অনেক পরিবর্তন আগের থেকে। তাই শুধু ফেসওয়াশ ইউস করে এগুলো কখনোই ফেস থেকে দূর হয়না।আপনি যদি বাসায় ও থাকেন সবসময় তবুও আপনার স্কিনে এগুলোর প্রভাব পড়ে। 

যত ভালো ভালো প্রোডাক্ট ই ব্যবহার করেন না কেনো, এগুলো আপনার স্কিনের ভিতরে ঠিকমতো কাজ করতে পারবে না যদি না আপনি ঠিকমতো পরিষ্কার না করতে পারেন আপনার ফেইসকে। তাই Double cleansing মাস্ট❤️

#কিভাবে_করবেন?

প্রতিদিন সন্ধ্যায় বা রাতে অয়েল/মাইসেলার ওয়াটার/বাম নিয়ে নিতে হবে পরিমাণ মত, পুরো ফেসে ম্যাজাস করতে হবে মিনিট খানিক তারপর কটন প্যাড দিয়ে মুছে সবশেষে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে।

#কি_কি_ইউজ_করা_যাবেনা?
নারকেল/অলিভ তেল দিয়ে অনেকে ডাবল ক্লিনজিং এর কথা বলেন, কিন্তু এগুলো আপনার পোরসকে ক্লগ করে দিতে পারে,সহজে ফেস থেকে যেতে চায়না এগুলো, ফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে।

#অয়েলি_এ্যকনে_সেন্সিটিভ_স্কিনেও_জরুরি?

অবশ্যই,কোনো সন্দেহ নেই। এইটা এমন একটা মেথড যা আপনার এ্যকনে হবার চান্স আরো কমিয়ে দিবে,পোরসকে মিনিমাইজে সাহায্য করবে।

✂️মেকাপ ব্যবহার না করলে,বাসায় থাকলেও,এসির ভেতর থাকলেও ডাবল ক্লিনজিং করতে হবে।

✂️প্রতিদিন একবার রাতে ডাবল ক্লিনজিং করাই যথেষ্ট।

✂️অয়েল ক্লিনজার ইউজে হালকা কুসুম গরম পানি দিয়েও ক্লিন করা যাবে।

নিয়মিত ডাবল ক্লিনজিং-এ স্কিনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যায় কারন ক্লিনজিং-ই প্রথম,ফেস প্রোপারলি ক্লিন না থাকলে আপনি যা ইউজ করবেন সেটা ইফেক্টিভ হবেনা স্কিনে।

👉প্রশ্ন থাকলে করে ফেলুন,উত্তর দিবেন টিম মনিরা।

#হ্যাপি_স্কিনকেয়ার ♥️